বাঘার ইউপি চেয়ারম্যানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডি এম বাবুল মনোয়ার ওরফে বাবুল দেওয়ানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁকে অপহরণ করা গয়। সারা রাত আটকে রেখে আজ বৃহস্পতিবার ভোরে মুক্তিপণ ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা নদীর ওপারের চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবুল মনোয়ার গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকায় তেমন একটা যান না। রাজশাহী মহানগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি।
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘বাবুল দেওয়ানের স্ত্রী আমাদের খবর দেন যে তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। এ কারণে অপহরণকারীরা বাবুল দেওয়ানকে ছেড়ে দিয়েছে।’
ওসি মেহেদী মাসুদ আরও বলেন, বুধবার সন্ধ্যায় নগরের সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বাবুল দেওয়ানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর মাদ্রাসা মাঠ ও টি-বাঁধ এলাকায় নেওয়া হয়। পরে ভোররাতে বিনোদপুর এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে পরিবার কোনো অভিযোগ করেনি। কারা অপহরণ করেছিল জানতে চাইলে ওসি বলেন, ‘এটা আমরা এখনো নিশ্চিত না। দুর্বৃত্তরা অপহরণ করেছিল বলা যায়। পরিবার অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখে ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে বক্তব্য জানতে বাবুল দেওয়ানের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আছাদুজ্জামান আজ রাত সাড়ে ৮টার দিকে প্রথম আলোকে বলেন, ওই ইউপি চেয়ারম্যান গত ৫ আগস্টের পর থেকেই এলাকায় থাকেন না। তাঁর ভাই একজন স্কুলশিক্ষক। তাঁর ভাইকে অপহরণের ঘটনা তিনি ফোন করে বাঘা থানাকে জানিয়েছেন। মুক্তি পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। ইউএনওর মাধ্যমেই তিনি (ওসি) ছাড়া পাওয়ার ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।