টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড়ফাইল ছবি এএফপি

কক্সবাজারে টেকনাফ-সেন্ট মার্টিন বিকল্প নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে আজ বুধবার বিকেলে নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি হিসেবে এর বাইরে উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সব ইউনিয়নের জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে বলা হয়েছে।

টেকনাফ-সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলার পর উপজেলা প্রশাসন নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কসংকেত প্রত্যাহার করা হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।

সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গত পূর্ণিমার জোয়ারে সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। এতে স্থানীয় লোকজন বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। ফলে এবারও ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে একই ধরনের আশঙ্কা বাসিন্দাদের মধ্যে রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপের দেড় শতাধিক বাসিন্দা টেকনাফে আটকা পড়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।