ঝালকাঠিতে টমটম-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

টমটম ও মাহিন্দ্রার সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরে রাজাপুর উপজেলার পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনেছবি: প্রথম আলো

ঝালকাঠির রাজাপুর উপজেলায় টমটম ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার ৯ যাত্রী। আজ সোমবার দুপুরে উপজেলার পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাহিন্দ্রার যাত্রী মো. আলতাফ হোসেন (৪৫)। নিহত অপরজন হলেন মাহিন্দ্রার চালক। তবে প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। নিহত আলতাফের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে। মাহিন্দ্রার আহত ৯ যাত্রীর পরিচয় জানা যায়নি।

নিহত আলতাফের শাশুড়ি ছালেহা বেগম বলেন, মাহিন্দ্রায় চালকসহ মোট ১১ জন ছিলেন। এর মধ্যে তাঁর মেয়ের স্বামী ও গাড়ির চালক নিহত হয়েছেন। বাকিরা আহত হয়েছেন।

যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, টমটম ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক ও মাহিন্দ্রার যাত্রী আলতাফ নিহত হন। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ‍দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিরানা আফরোজ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছেন।