রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইদুর জামান, ইরেজি বিভাগের সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যানের খোকন ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের মিতু বেগম প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে। কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছেন। অবিলম্বে উপাচার্য নিয়োগ করা না হলে আবারও মহাসড়কে কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। ওই দিন উপচার্যের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান উপাচার্য হাসিবুর রশীদ। এরপর ৯ আগস্ট তিনি পদত্যাগ করেন।