ঘুমিয়ে থাকা মাকে কোপাল ছেলে, চার দিন পর মৃত্যু

হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হওয়ার চার দিন পর গতকাল শনিবার তিনি মারা যান। এ ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া মর্জিনা বেগম মধুখালী পৌর সদরের মেছড়দিয়া গ্রামের জামাল জোয়াদ্দারের স্ত্রী। গত মঙ্গলবার দিবাগত রাতে রাকিব জোয়াদ্দার (১৮) তাঁর ঘুমিয়ে থাকা মাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় বুধবার ছেলের বিরুদ্ধে মামলা করেন জামাল জোয়াদ্দার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব জোয়াদ্দার মাদকাসক্ত। মঙ্গলবার রাতে রাকিবের মা মর্জিনা বেগম তাঁর ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন। গভীর রাতে রাকিব তাঁর মায়ের কক্ষে গিয়ে তাঁর মাথায় ধারালো দা দিয়ে কয়েকটি কোপ দেন। এ সময় মায়ের পাশে ঘুমিয়ে থাকা ছোট ছেলে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে মর্জিনা বেগমকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মর্জিনা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর বুধবার নিহত মর্জিনার ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।