ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

বজ্রপাতফাইল ছবি : রয়টার্স

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানী পশ্চিম কলেজপাড়ায় মারা গেছেন এক যুবক। আজ রোববার দুপুরে এসব ঘটনা ঘটে।

রানীশংকৈলে মারা যাওয়া দুজন হলেন উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সাথী আক্তার (১৪)। হরিপুরে মারা যাওয়া যুবকের নাম আবদুল আলীম (৩০)। তিনি উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।

উশধারী গ্রামের সৈয়দ আলী জানান, রোববার দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তাঁর স্ত্রী মেরিনা বেগম ও মেয়ে সাথী আক্তারকে সঙ্গে নিয়ে ধানখেতে নিড়ানি দিতে যান। এ সময় বৃষ্টি এলে তাঁরা বাড়ি ফিরতে শুরু করেন। পথে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মা-মেয়ে মারা যান।

হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। একই সঙ্গে মা-মেয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকার মানুষ।

অন্যদিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, দুপুরে ফসলের মাঠে কাজ করছিলেন আবদুল আলীম। দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল আলীমের মৃত্যু হয়। ফসলের মাঠ থেকে লাশ উদ্ধার করে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।