কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে অশোভন আচরণ, সিলেটে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

বিএনপি

সিলেটে মহানগর বিএনপির ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে মহানগর বিএনপির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের উপস্থিতিতে অশোভন আচরণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত দুই নেতা হলেন মহানগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর দিনার খান ওরফে হাসু।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ভৈরব থেকে শুরু হওয়া বিএনপির রোডমার্চ সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এর আগের দিন রাত সাড়ে ১১টার দিকে রোডমার্চের দলনেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে সালেহ আহমদ ও দিনার খান অশোভন আচরণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কারণ ছাড়াই দুই নেতার অশোভন আচরণের বিষয়টি সমাবেশকে বিঘ্নিত করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে ওই দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সাময়িক বহিষ্কৃত নেতাদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সাময়িক বহিষ্কারের এ চিঠির অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে।