বগুড়ায় আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ তরুণের অবস্থার অবনতি, এয়ার অ্যাম্বুলেন্সে সিএমএইচে স্থানান্তর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ নুরুল্লাহ (২১) নামের এক তরুণের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বগুড়া থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
নুরুল্লাহ শহরের জামিলনগর এলাকার বাসিন্দা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আল মামুন প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনের দিনে শহরের সাতমাথায় গুলিবিদ্ধ হন নুরুল্লাহ। ওই দিন তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিতে তাঁর মাথার কিছু অংশের হাড় দেবে গিয়ে চ্যাপ্টা হয়েছে। দুই দিন চিকিৎসার পর তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আরও পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মাথার দেবে যাওয়া হাড় কিছুটা স্বাভাবিক করার জন্য অস্ত্রোপচার করেছেন।
আল মামুন আরও বলেন, কিছুটা সুস্থ হওয়ার পর বাড়িতেই ছিলেন নুরুল্লাহ। সোমবার মধ্যরাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় রেফার্ড করা হয়। দুপুরে তাঁকে প্রথমে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে।