এক মোটরসাইকেলে তিন কিশোর, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় দুজনের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরইবুনিয়া গ্রামের চারঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে স্বাধীন শেখ (১৫) ও পূর্ব বানিয়ারি গ্রামের মকবুল শেখের ছেলে রহমত শেখ (১৫)। তারা উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম একটি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় বরইবুনিয়া গ্রামের চারঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাধীন ও রহমতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত তানজিমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হোগলাবুনিয়া গ্রামের এক ব্যক্তি বলেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিনাত তাসনিম বলেন, স্বাধীন শেখ ও রহমত শেখকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রের লাশ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার।