নোয়াখালী ও লক্ষ্মীপুরে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
ছবি: সংগৃহীত

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ২২ আগস্ট সকাল ৬টা থেকে ২৪ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ প্রায় ৩০ হাজার গ্রাহক গ্যাসের সরবরাহ থেকে সাময়িকভাবে বঞ্চিত হবেন।

চৌমুহনী-কুমিল্লা চার লেন মহাসড়কের নিচে চাপা পড়ে যাওয়া পাইপলাইনের বিকল্প হিসেবে স্থাপন করা নতুন পাইপলাইন চালুর জন্য গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, পুরোনো গ্যাস লাইনটি চার লেন মহাসড়কের নিচে চাপা পড়ে যাওয়ার কারণে পাশে আরেকটি নতুন পাইপলাইন নির্মাণ করা হয়েছে। ওই লাইনে গ্যাস সরবরাহ শুরু করার জন্য পুরোনো লাইনে গ্যাসের সরবরাহ ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হবে। তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্ধারিত সময়ের আগেই গ্যাসের সরবরাহ চালু করার।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, চৌমুহনী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার ফলে সড়কের চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ী পর্যন্ত অংশে পুরোনো গ্যাসের লাইন এরই মধ্যে সড়কের অনেকটা মাঝামাঝি জায়গায় পড়ে গেছে। এ পরিস্থিতিতে সড়কের পাশে নতুন করে গ্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে। পুরোনো পাইপলাইন বন্ধ করে নতুন পাইপলাইন চালু করার লক্ষ্যে বেগমগঞ্জের চৌমুহনী রেলগেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এতে ২২ আগস্ট সকাল ৬টা থেকে ২৪ আগস্ট সকাল ৬টা পর্যন্ত পুরোনো লাইনে গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীসহ, নোয়াখালী জেলা শহর, মাইজদী, বেগমগঞ্জ উপজেলা সদর, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা এবং পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।