চকরিয়ায় বন্য হাতির হামলায় নারীর মৃত্যু

হাতিফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান উত্তরপাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে তাহেরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাহেরা ওই গ্রামের সোলতান আহমদের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনের মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামে দলছুট একটি বন্য হাতি রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় শত শত নারী-পুরুষ হাতিটি দেখতে ঘর থেকে বের হন। এ সময় হাতিটি অতর্কিত অবস্থায় সেখানে দাঁড়ানো তাহেরার দিকে ছুটে গিয়ে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। স্থানীয় লোকজন তাহেরাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক নারী মারা গেছেন। চা–বাগান এলাকাটি ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যের পাশে। এই অভয়ারণ্যে বন্য হাতির আবাসস্থল রয়েছে।

মেহরাজ উদ্দীন বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির অভয়ারণ্যে ঢুকে পড়ছেন। এতে মৃত্যুর ঘটনা ঘটছে।