কক্সবাজার থেকে ফিরছিলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন নোয়াখালীর সুধারামের মাছিমপুর দানামিয়ার বাজার এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে নাহিদ হাসান (১৯) ও পূর্ব এজবালিয়া এলাকার মো. আব্দুর রবের ছেলে আরিফুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ আহত হন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের টহল দল ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী দোহাজারী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আরিফুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মৃত্যু হয় আরিফুল ইসলামের।

নিহত নাহিদ হাসানের মামা জামাল উদ্দিন বলেন, নাহিদ হাসান ও আরিফুল ইসলাম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজন কয়েক দিন আগে মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুপুরের দিকে নিহত দুই তরুণের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহত এক তরুণের স্বজন বাদী হয়ে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।