উল্লাপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাটের গুদামে আগুন

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানার পেছনে পৌর এলাকার ঝিকরা বন্দর এলাকায়ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুটি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানার পেছনে পৌর এলাকার ঝিকরা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পাটের গুদাম ও তেলের দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একজনকে মারধর করার ঘটনায় আজ সকালে উল্লাপাড়ার চরসাতবাড়িয়া গ্রামের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পৌর ঝিকরা সান্দাইলপাড়া এলাকার কয়েকজন ব্যবসায়ীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুটি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় একটি পক্ষ পাটের গুদামে আগুন দেয়। সেই আগুনে পাশের একটি তেলের দোকানসহ ৮ থেকে ১০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে সংঘর্ষ থামান।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।