নরসিংদীতে ছাত্রদল সভাপতির নেতৃত্বে আইনজীবী সমিতির সভাপতির কক্ষে হামলার অভিযোগ

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলামের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছেছবি: সংগৃহীত

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের (নাহিদ) নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলামের কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত পাঁচজন আইনজীবী আহত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, আজ বিকেলে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে হঠাৎ ছাত্রদলের একদল নেতা-কর্মী আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সভাপতির কক্ষে হামলা করেন। এ সময় কক্ষে থাকা সভাপতি কাজী নাজমুল ইসলামকে নিরাপদে বের করে নেন বেশ কয়েকজন আইনজীবী। পরে হামলাকারীরা আইনজীবীদের ওপর চড়াও হলে পাঁচজন আহত হন। তাঁরা হলেন হাসান আল মামুন, মোহাম্মদ আলী, আল আমিন, মো. আনিস ও নাসরিন আক্তার।

জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অন্তত ৩০ জন নেতা-কর্মী এ হামলা চালান। তাঁদের সঙ্গে তাঁর (নাজমুল) ব্যক্তিগত শত্রুতা নেই। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তিনি জানেন না।

আইনজীবী সমিতির সভাপতির কক্ষে হামলা চালানোর অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমানের মুঠোফোন নম্বরে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি জানান, আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে তাঁরা নতুন বাংলাদেশ পেয়েছেন। তারেক রহমান ও স্থানীয় নেতাদের নির্দেশে তাঁরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। গতকাল মঙ্গলবার মাধবদীতে একটি মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের চাপে আইনজীবীরা ওই মামলার বাদীকে জোর করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন। তাঁরা সমিতিতে গিয়ে বাদী ও মামলা প্রত্যাহারের হলফনামা উদ্ধার করেছেন।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শামিম বলেন, ‘জেলা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে হামলা-ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত জানার চেষ্টা করছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’