চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আজ মঙ্গলবার দুই জাহাজের সংঘর্ষের পর একটির সঙ্গে আরেকটি আটকে যায়। প্রায় চার ঘণ্টা পর বন্দরের একটি দল জাহাজ দুটি নিরাপদে সরিয়ে নেয়। তাতে বন্দরে বড় দুর্ঘটনার শঙ্কা থেকে মুক্ত হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাম তেলবাহী ট্যাংকার এমটি রাইনের সঙ্গে কনটেইনারবাহী জাহাজ ইয়াং ইউ-১১ জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। তীব্র স্রোতের কারণে কনটেইনারবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে রাইনের নোঙরের কেব্‌লের সঙ্গে ইয়াং ইউ জাহাজের প্রপেলার আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিস্থিতি বন্দরের তিনটি সাহায্যকারী জলযান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বন্দরের পাইলট ও কর্মচারীদের সমন্বয়ে একটি দল চার ঘণ্টা পর দুই জাহাজকে নিরাপদে সরিয়ে নেয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, জাহাজ দুটি এখন নিরাপদ আছে। বন্দরের বহির্নোঙরে জাহাজ চলাচলসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।