পাঠ্যপুস্তকে শহীদ আবু সাঈদকে নিয়ে ভুল তথ্যের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলেছবি: প্রথম আলো

নতুন পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাঈদকে ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘নতুন পাঠ্যপুস্তকে আবু সাঈদ হত্যার তারিখ ভুলসহ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে’ এই বিক্ষোভ ও মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আবু সাঈদের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। কিন্তু পাঠ্যপুস্তকে লেখা হয়েছে ১৭ জুলাই আবু সাঈদ মারা গেছেন। বক্তারা সাত কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি করে এই মিথ্যা প্রচারণার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নানাভাবে মিথ্যা প্রচারণা হচ্ছে। স্বৈরাচার হাসিনা সরকারের দোসররা আবু সাঈদের আত্মত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। এনসিটিবির কর্মকর্তারা এটাকে ভুল বলে স্বীকার করলেও হালকাভাবে দেখার কিছু নেই।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সদস্যসচিব রহমত আলী বলেন, এনসিটিবির কুচক্রীরা ইতিহাস বিকৃতির পাঁয়তারা করেছে। যারা এই কর্মের সঙ্গে যুক্ত তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে আবু সাঈদের আত্মত্যাগ সারা বিশ্ব দেখেছে। বিশ্ববাসী দেখার একটি ঘটনা পাঁচ মাস পর চোখের সামনে বদলে যায় কীভাবে? এটি কোনো ছেলেখেলা নয়। এর বিরুদ্ধে বড় চক্রান্ত আছে।