দুই রোহিঙ্গার পেটের মধ্যে ছিল ১ হাজার ৬৩০টি ইয়াবা, এক্স-রেতে শনাক্ত
মাগুরায় ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের পেটের ভেতর থেকে ১ হাজার ৬৩০টি ইয়াবা জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী জেলা মডেল মসজিদের সামনে থেকে তাঁদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। আটক ওই দুই ব্যক্তি হচ্ছেন কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুল আজিজ (৪৭) ও আবদুল কুদ্দুস (৪৫)।
সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামানের নেতৃত্বে একটি দল বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন দুজনকে আটক করে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের সন্দেহ হয়। এ সময় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে তাঁদের এক্স-রে করে পেটের মধ্যে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান বলেন, ওই দুই ব্যক্তির পেটের মধ্যে কয়েকটি বান্ডিলে ইয়াবা প্যাঁচানো ছিল। সেগুলো ওষুধের মাধ্যমে মলদ্বার দিয়ে বের করা হয়। পরে রোহিঙ্গা ক্যাম্পে তথ্য পাঠিয়ে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে কাদের জন্য ওই দুই ব্যক্তি ইয়াবা বহন করে নিয়ে আসছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।