কাভার্ড ভ্যান–মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক সেনাসদস্যসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি (পালবাড়ি) এলাকায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মৃত আবদুল করিম হাওলাদারের ছেলে মো. আলী হায়দার ওরফে মহারাজ (৫৩) ও একই ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন ওরফে শাহিন (৫৬)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান পিরোজপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল করে আলী হায়দার ও আনোয়ার হোসেন পিরোজপুর যাচ্ছিলেন। মহাসড়কের নৈকাঠি এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।