ফুলপুরে বিএনপি–সমর্থিত চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিএনপি–সমর্থিত চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের বাড়িতে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা এ হামলা করে। এতে বাড়িতে বসবাস করা ভাড়াটে পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন।
রোকনুজ্জামান ফুলপুর উপজেলা রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি ২০১৬ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ ছাড়া তিনি ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাতি।
রোকনুজ্জামানের অভিযোগ, তিনি প্রায় এক বছর ধরে নিজের বাড়িতে না থেকে ময়মনসিংহ নগরে বসবাস করেন। ফুলপুর পৌর শহরের শেরপুর সড়কে তাঁর পাঁচতলা বাড়িটিতে ১০টি ভাড়াটে পরিবার বসবাস করেন। রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁর সামনে গিয়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির একাধিক বাসিন্দা আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
সরকার–সমর্থিত ব্যক্তিরা অবরোধবিরোধী মিছিলের নামে এ ধরনের হামলা করেছে বলে মনে করেন রোকনুজ্জামান। হামলার ঘটনার পরই তিনি ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোনে এ ব্যাপারে অভিযোগ করেন।
ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফোনে চেয়ারম্যানের অভিযোগ পেয়েছি। তবে রাতে ঘটনাস্থলে যাওয়ার সুযোগ হয়নি। সকালে ঘটনাস্থলে পুলিশ যাবে।