টেকনাফে ফাঁকা গুলি ছুড়ে রাজমিস্ত্রিকে অপহরণ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফাঁকা গুলি ছুড়ে ছৈয়দ হোছাইন (৩৮) নামের এক রাজমিস্ত্রিকে অপহরণের ঘটনা ঘটেছে। তিনি ওই ইউনিয়নের বড়ডেইল গ্রামের আব্বাস মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘরে ঢুকে তাঁকে অপহরণ করা হয়।
ছৈয়দ হোছাইনকে অপহরণের বিষয়টি বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পাশের পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। সেখান থেকে কয়েকজন এসে সশস্ত্র অবস্থায় ছৈয়দ হোছাইনের ঘরে ঢোকেন। এরপর তাঁরা ফাঁকা গুলি করতে শুরু করেন। একপর্যায়ে ছৈয়দ হোছাইনকে তুলে পাহাড়ের দিকে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান ইউপি সদস্য নুরুল ইসলাম।
জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পাহাড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের দেওয়া তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৮২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তিদের বেশির ভাগই মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন।