জামালপুরে মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় বাবাকে হত্যা
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজের মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে মেলান্দহ পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৪৫)। তিনি পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আটক তিন ব্যক্তি হলেন মো. কাশেদ মিয়া (৪৪), তাঁর স্ত্রী পারভীন বেগম (৩০) ও কাশেদ মিয়ার বন্ধু বেলায়েত হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামের কাশেদ মিয়ার ছেলে (১২) একই এলাকার মানিক মিয়ার মেয়েকে (১৩) কটূক্তি করে। বিষয়টি জানতে পেরে বাবা মানিক মিয়া নালিশ দেওয়ার জন্য কাশেদ মিয়ার বাড়িতে যান। তিনি ওই বাড়িতে গিয়ে মেয়েকে কটূক্তির প্রতিবাদ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে রড দিয়ে মানিক মিয়ার মাথায় আঘাত করেন কাশেদ মিয়া। এতে ঘটনাস্থলে মানিক মিয়া নিহত হন। খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মেয়েকে কাশেদ মিয়ার ছেলে কটূক্তি করেছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে মানিক মিয়াকে রড দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।