বন্দর টার্মিনাল ইজারার বিষয়ে উদ্বেগ শ্রমিকনেতাদের
শ্রম সংস্কার কমিশনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ট্রেড ইউনিয়ন নেতারা। আজ শুক্রবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিশনের সদস্য মাহফুজুল হক, তপন দত্ত, এ এন এম সাইফ উদ্দিন, জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, সাকিল আকতার চৌধুরী, তাসলিমা আকতার, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার বক্তব্য দেন। সভার সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সভায় বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কথা শোনা যাচ্ছে। এটা হলে বন্দরের নিয়ন্ত্রণ আমাদের দেশে থাকবে না। এটা উদ্বেগের বিষয়।’ বিষয়টি নিয়ে কমিশনকে ভেবে দেখার অনুরোধ জানান তিনি।
কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া হলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শ্রমিকনেতারা।
সভায় বক্তারা আরও বলেন, দেশের সব শ্রমিকের জন্য ন্যূনতম একটা মজুরি ঘোষণা করা দরকার। এ ছাড়া বাজারের উচ্চ মূল্যের এই সময়ে শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করা জরুরি।
শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বিষয়গুলো বিবেচনায় রেখে একটি সুপারিশমালা প্রণয়ন করা হবে বলে শ্রমিকনেতাদের আশ্বস্ত করেন।