বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতা–কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য আগামী সিন্ডিকেটে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী।
শওকাত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের হামলায় জড়িত ৩৩ জন শিক্ষার্থীকে ২ সেমিস্টার বহিষ্কার ও ২৩ জনকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রলীগের ১৫ নেতা–কর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের দায়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য আরও জানান, হামলায় জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ২০১৮ সালের বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁর জবাব দেননি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট সমর্থন দিয়েছে। আগামী সিন্ডিকেট সভায় তাঁদের পূর্ণাঙ্গ বহিষ্কারের সিদ্ধান্ত হওয়া হবে।
ছাত্র সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন উপাচার্য শওকাত আলী। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের জন্য নীতিমালা এই সিন্ডিকেট অনুমোদন করেছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।