সিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, মোটরসাইকেল ভাঙচুর

দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েক‌টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সিলেট নগরের পাঠানটুলা এলাকায়ছ‌বি: প্রথম আলো

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে সিলেট নগরের পাঠানটুলা এলাকার স্কলার্স হোম নামের এক‌টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।

আহত চারজন হলেন নগরের আখালিয়া নতুন বাজার এলাকার বিদ্যুৎ দাশ (৩৫), পাঠানটুলা পল্লবী রোডের রানা আহমদ (৩৫), মদিনা মার্কেট এলাকার রশিদ (৩৫) ও গোয়াবাড়ী এলাকার বাসিন্দা আলী (৩৩)। তাঁরা সবাই সিলেট এমএজি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত সবাই স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে প‌রি‌চিত। তবে তাঁদের দলীয় কোনো পদ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগর যুবলীগের কর্মী হিসেবে প‌রি‌চিত রানা আহমদ ও বিদ্যুৎ দাশ। বিদ্যুৎ দাশ সিলেট নগরের আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল রাতে নগরের পাঠানটুলা স্কলার্স হোমের সামনে অবস্থান কর‌ছিলেন বিদ‌্যুৎ দাশ এবং তাঁর পক্ষের কর্মীরা। এ সময় রানা আহমদ ও তাঁর কর্মীরা হামলা চালান। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপা‌ল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সিলেট মহানগর যুবলীগের সভাপ‌তি আলম খান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় যাঁদের নাম এসেছে, তাঁরা যুবলীগের কেউ নন। দুই পক্ষের সংঘর্ষের ঘটনা স্থানীয় আধিপত্য নিয়ে ঘটেছে বলে তি‌নি শুনেছেন। বিষয়‌টি দলীয় কোনো বিরোধ নয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা রাজনৈতিক কোনো পক্ষের‌ কি না, সে‌টি তাঁর জানা নেই।