বিএনপি যদি নির্বাচন বানচাল করতে চায়, নিরাপত্তা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলার চরফ্যাশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যদি নির্বাচন বানচাল করতে চায়, এ দেশের নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তারা নির্বাচন কমিশনের অধীনে থাকবে। দেশের নিরাপত্তা বাহিনী দক্ষ এবং অভিজ্ঞ। তাদের দায়িত্বে নির্বাচন সঠিকভাবেই হবে। তারা সব সময় তৈরি আছে।
রোববার বেলা তিনটায় ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এর আগে তিনি থানার নতুন ভবনের উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘যারা ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অচল করার প্রচেষ্টা নিয়েছিল, আপনারা সেটা দেখেছেন। সেই সময় যারা অগ্নিদগ্ধ হয়েছে, প্রধানমন্ত্রী তাদের চিকিৎসা দিতে হাসপাতালে বার্ন ইউনিট খুলেছেন। সেই দল (বিএনপি) আবারও ঘোষণা দিচ্ছে, নির্বাচন করতে দেবে না। তারা অগ্নিসন্ত্রাস করে দেশকে আবার অন্ধকারে নিতে চায়। আমাদের কথা স্পষ্ট। এ দেশের শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি দেশকে অন্ধকারের দিকে নিতে চায়। কিন্তু মানুষ অন্ধকারে যেতে চায় না। মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল নিচ্ছে। ২০৪১ সালকে টার্গেট নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, ‘আমি চরফ্যাশনকে রাজধানী বানাতে পারব না। কিন্তু চরফ্যাশনকে এমনভাবে সাজাব, এমন উন্নয়ন করব, যেন রাজধানীর মানুষ চরফ্যাশন দেখতে আসে।’
ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-২) মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ।