রায়পুরায় নদীতীরে কাদা–ছোড়াছুড়ির সময় শিশুরা পেল নবজাতকের লাশ
নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীর পাড় থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
কে বা কারা লাশটি একটি পলিথিন ব্যাগে ভরে কাদাপানিতে ডুবিয়ে রেখে গিয়েছিল। স্থানীয় শিশুরা কাদাপানিতে খেলা করার সময় লাশটি তাদের হাতে চলে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। পানি কমে যাওয়ায় নদী কিছুটা দূরে সরে গেছে। অল্প পানি জমে কাদা হয়ে আছে। আজ বেলা আড়াইটার দিকে স্থানীয় কয়েকটি শিশু সেখানে কাদা–ছোড়াছুড়ি করে খেলছিল। এ সময় ওই পলিথিন ব্যাগটি তাদের হাতে চলে আসে। ব্যাগ খুলে তারা কাদায় মাখামাখি হয়ে থাকা ওই মেয়ে নবজাতকের লাশ দেখতে পায়।
শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে শ্রীনগর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. শাহজাহান মিয়াকে খবর দেন। বিকেল চারটার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া বলেন, উদ্ধার হওয়া মেয়ে নবজাতকের লাশ কে বা কারা পলিথিন ব্যাগে ভরে কাদাপানিতে ডুবিয়ে রেখেছিল। তার বয়স এক দিন হতে পারে, নাড়ি পর্যন্ত কাটা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।