মাদারীপুরে ক্যাবলের শোরুমে ডাকাতি, মালামাল লুট
মাদারীপুরের শিবচরে বিআরবি কেব্ল শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে শিবচর পৌরসভার থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা শোরুমের মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে (৫০) পিটিয়ে আহত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার থানা রোড এলাকায় স্বপন চৌধুরী ভবনের নিচতলার বিআরবি কেব্লের শোরুম। আজ ভোরে কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে মুখোশধারী একদল ডাকাত। প্রথমে নিরাপত্তাকর্মী দাদন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় তাঁকে। এ সময় শোরুমের ভেতরে থাকা মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ডাকাতির ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।
বিআরবি কেব্ল শোরুমের কর্মচারী তৌহিদ বিন সালাম বলেন, ‘ডাকাতেরা শোরুমে থাকা কেব্ল ও মালামাল লুট করে নিয়ে গেছে। তারা আমাদের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। শোরুমে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিল। সবই তারা লুট করেছে। আমরা এ ঘটনার আইনি সহযোগিতা চাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনায় সাত থেকে আটজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।