পাহাড়ের ক্রীড়াঙ্গনকেও বঞ্চিত করা হচ্ছে: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, দেশে ক্রীড়াঙ্গনে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে তেমনটা নেই। পাহাড়ের ক্রীড়াঙ্গনকে বঞ্চিত করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে রাঙামাটিতে তারুণ্য উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
রাঙামাটি শহরের চিংহ্লা মং মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী এই ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সন্তু লারমা। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জনসংযোগ কর্মকর্তা বিমল চাকমা।
সন্তু লারমা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির আলোকে পার্বত্য পরিষদ আইন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর মধ্যে ক্রীড়া বিভাগ এখনো জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি। পার্বত্য চট্টগ্রামে ক্রীড়াক্ষেত্রে অনেক কিছু করার জায়গা রয়েছে। কিন্তু সরকারের কাছে কোনো গুরুত্ব নেই। এ কারণে প্রতিভাবান খেলোয়াড়েরা এগিয়ে যেতে পারছেন না। অনেক সীমাবদ্ধতার পরও পার্বত্য অঞ্চলের অনেক তরুণ-তরুণী দেশে ও দেশের বাইরে অবদান রাখছেন।