মানিকগঞ্জে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চার শতাধিক দলিল নিয়ে গেল দুর্বৃত্তরা

স্টিলের আলমারির তালা ভেঙে চার শতাধিক দলিল নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা শহরে দলিল লেখক সমিতির কার্যালয়েছবি: প্রথম আলো

মানিকগঞ্জ শহরে জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চার শতাধিক দলিল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে দলিল লেখক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জেলা দলিল লেখক সমিতির নিজস্ব কোনো ভবন নেই। জেলা কালেক্টরের ভবনের সামনে দ্বিতল ভবনের ওপরে গণগ্রন্থাগার রয়েছে। এর নিচতলা ভাড়া নেয় দলিল লেখক সমিতি। সেখানে অর্ধশতাধিক দলিল লেখক একই ছাদের নিচে দলিল লেখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করে থাকেন।

দলিল লেখক সমিতি এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত দলিল লেখক সমিতির কার্যালয়ে হানা দেয়। এ সময় দলিল লেখক সমিতির সহসভাপতি বশির আহমেদ ওরফে বাবুর আলমারি ভেঙে দলিলপত্র নিয়ে যায় দুর্ত্তরা। কার্যালয়টি নিরাপত্তার দায়িত্বে ছিলেন নিরাপত্তাকর্মী মোকসেদ আলী।
মোকসেদ আলী বলেন, রাত সাড়ে তিনটার দিকে বাইরে লোহার ফটকে (গেট) শব্দ শুনতে পেয়ে তিনি বের হন। এ সময় দুর্বৃত্তরা ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা একটি মুঠোফোন ছিনিয়ে নিচতলায় কক্ষের ভেতর আটকে রাখে। এরপর বারান্দায় থাকা দলিল লেখকের স্টিলের আলমারি ভেঙে দলিলপত্র নিয়ে চলে যায়।

এটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা দলিল লেখক সমিতির সহসভাপতি বশির আহমেদের। তিনি বলেন, ‘স্টিলের আলমারিতে রাখা তিনটি বান্ডিলের চার শতাধিক মূল দলিল খোয়া গেছে। তবে যারা জমির দলিলগুলো নিয়ে গেছে, তাদের কোনো লাভ হবে না। কিন্তু আমার এবং গ্রাহকদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনা জানার পর তা তদন্ত করে দেখা হচ্ছে। দলিল লেখকদের মধ্যে কোনো শত্রুতার জেরে এ ঘটনা থাকতে পারে।