বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রকে ব্যাট দিয়ে পিটিয়ে ও গলা কেটে হত্যা
বগুড়ার গাবতলীতে মোবাশ্বির হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাড়ুয়ামালা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোবাশ্বিরের চাচাতো ভাই নাবিল আহমেদকে (১৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী।
নিহত মোবাশ্বির হোসেন নাড়ুয়ামালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং গাবতলী আইডিয়াল কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যদিকে আটক নাবিল আহমেদ ওই গ্রামের সেলিম হোসেনের ছেলে। শফিকুল ও সেলিম আপন ভাই।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামবাসীদের হাতে আটক তার চাচাতো ভাই নাবিলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি মোবাশ্বির হোসেনের হার্টে অস্ত্রোপচার করে আনা হয়। আজ সকালে মোবাশ্বির বিছানায় শুয়ে ছিল। এ সময় চাচাতো ভাই নাবিল আহম্মেদ মোবাশ্বিরকে প্রথমে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেন। পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।