সৌদি আরবে মারা যাওয়ার এক মাস পর দেশে এল যুবকের মরদেহ, দাফন সম্পন্ন

নিহত আবদুর রহিমছবি: সংগৃহীত

সৌদি আরবে শ্রমিক হিসেবে যাওয়ার তিন মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কুমিল্লার নাঙ্গলকোটের তরুণ আবদুর রহিম ওরফে রনির (২২) মরদেহ এক মাস পর দেশে এসেছে। আবদুর রহিম রায়কোট পশ্চিমপাড়া গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনের ছেলে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে জানাজা শেষে ওই তরুণকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুর রহিমের মরদেহ এসে পৌঁছায়। রাতেই মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ওই তরুণের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে আবদুর রহিমের চাচা উপজেলার বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক জাফর আহমেদ বলেন, আবদুর রহিম চলতি বছরের ৪ জুলাই একই উপজেলা পেড়িয়া ইউনিয়নের মুন্সিরকলমিয়া গ্রামের সুমনের মাধ্যমে রেস্টুরেন্ট ভিসায় সৌদি আরবের রাজধানী রিয়াদে যায়। ১ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় রাত ৯টার দিকে আল-কাছিম এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রহিমের মৃত্যু হয়। এরপর তাঁর মরদেহ আল-কাছিম জেনারেল হাসপাতালে ছিল। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেল পাঁচটায় মরদেহ বাংলাদেশে আসে। রাত ৯টার দিকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।