ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধ, বাড়ি ভাঙচুর, পুলিশের ফাঁকা গুলি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি করে ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় রহিম হাজী ও সামেদ আলী অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে টেঁটাবিদ্ধ মো. অলিদ (৪০) বক্তাবলীর আকবরনগর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবর নগর এলাকার রহিম হাজী ও সামেদ আলীর মধ্যে বিরোধ ও সংঘর্ষ চলে আসছে। আজ শুক্রবার দুপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, রাম দা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় সামেদ আলীর পক্ষের অলিদ মিয়ার হাতে পায়ে ও মাথায় টেঁটাবিদ্ধ হয়। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ শটগানের ২০টি ফাঁকা গুলি ছুড়ে সন্ত্রাসীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।