হরিরামপুরে বেইলি সেতুর ওপর ট্রাক বিকল, যান চলাচল বন্ধ
মানিকগঞ্জের হরিরামপুরে একটি বেইলি সেতুর ওপর ট্রাক বিকল হয়ে পড়ায় মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ওই সড়কের গোয়ালবাগ এলাকায় বেইলি সেতুটি অবস্থিত। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির পাটাতন সরে গিয়ে হরিরামপুরের ঝিটকাগামী ওই মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।
এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে হরিরামপুর উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় যাত্রী ও যানবাহন চলাচল করে। এ ছাড়া কৃষক ও ব্যবসায়ীরা জেলার অন্যতম বড় ঝিটকা হাটে বিভিন্ন মালামাল আনা-নেওয়া করে থাকেন। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় সবাই ভোগান্তিতে পড়েছেন।
বিকল ট্রাকের মালিক সুজন মিয়া বলেন, ‘গতকাল রাতে ট্রাকের সামনের পাতি ভেঙে সেতুর ওপর ট্রাকটি বিকল হয়ে আছে। ট্রাকটি উদ্ধারে মানিকগঞ্জ শহর থেকে মিস্ত্রি আসছে। দ্রুতই ট্রাক সরানোর কাজ শুরু হবে।’
বেইলি সেতুতে যান চলাচল বন্ধ থাকায় প্রায় তিন কিলোমিটার ঘুরে সরু রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বেইলি সেতুটিতে ট্রাক বিকল হয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় হাজারো মানুষ বিপাকে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ভোগান্তি কমবে। পাশেই আরেকটি সেতুর কাজ চলমান থাকলেও তা এখনো ব্যবহার করা যাচ্ছে না। সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গতকাল রাত থেকে ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ থাকায় প্রায় তিন কিলোমিটার ঘুরে সরু রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
যোগাযোগ করা হলে সওজের মানিকগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, ওই বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশেই আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ সেতুর পাটাতন দ্রুত সময়ে মেরামত করা হবে। বেইলি সেতুর ওপর বিকল হওয়া ট্রাক সরানোর দায়িত্ব সওজ কর্তৃপক্ষ কাজ নয়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ পদক্ষেপ নিতে পারে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ‘আমাদের কাজ হাইওয়েতে (মহাসড়ক)। আঞ্চলিক সড়কের বিষয়টি জেলা পুলিশের।’
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, ‘ট্রাকের মালিককে সেতুর ওপর থেকে ট্রাকটি সরাতে বলা হয়েছে। আজ সন্ধ্যার আগে ট্রাকটি সরানো হবে।’