পাবনায় চরমপন্থী দলের সদস্যকে গুলি করে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়ায় আবু মুছা (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার একদন্ত ইউনিয়নের ওলির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবু মুছা ওই ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ওলিয়া মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যায় আবু মুছা একটি চায়ের দোকানের পেছনে ক্যারম খেলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ধারণা করছে, চরমপন্থী দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন জানান, আবু মুছা আগে চরমপন্থী দলের সদস্য ছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পুলিশের অনুষ্ঠানে তিনি আত্মসমর্পণ করেছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবু মুছার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।