আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন, তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় মোটরসাইকেল মহড়া দেওয়ায় এক চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে উপজেলার বাদাঘাট কলেজ রোডে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন। পরে চেয়ারম্যান প্রার্থীর ছেলে জরিমানার টাকা পরিশোধ করেন।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের (দোয়াত কলম) পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা মোটরসাইকেল মহড়া দেন। তাঁরা মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বাদাঘাট যাওয়ার পথে কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন। এ সময় ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী বোরহান উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুরে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সহসভাপতি আলী মর্তুজা, উপজেলা বিএনপির সহসভাপতি (বহিষ্কৃত) আবুল কাশেম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আফতাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন এবং লন্ডনপ্রবাসী মিটু রঞ্জন পাল। ২১ মে দ্বিতীয় দফায় তাহিরপুরে ভোট হবে।