চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মারা যাওয়া নারীর নাম মর্তুজা বেগম (৩৮)। তিনি বাঁশখালীর নাপোড়া এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান।
মর্তুজা বেগমের ছেলে মো. ফারুক বলেন, ১০ দিন আগে তাঁর মায়ের জ্বর আসে। এরপর বাড়িতে চিকিৎসা করানো হয়। অবস্থা খারাপ হয়ে গেলে বৃহস্পতিবার শহরে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সামরিক হাসপাতালে ৪ জন ও জেনারেল হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ৪০ জন। সবচেয়ে বেশি ১৫ জন মারা গেছেন চলতি মাসে।