ফরিদপুরে তিন জেলা স্বাচিপের সম্মেলন, দুই জেলার আংশিক কমিটি ঘোষণা

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজবাড়ী, শরীয়তপুর ও ফরিদপুর জেলা শাখার সম্মেলন। আজ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজবাড়ী, শরীয়তপুর ও ফরিদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে এ সম্মেলন হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান। সভাপতিত্ব করেন স্বাচিপ ফরিদপুর জেলা শাখার সভাপতি এম এ জলিল।

সম্মেলন শেষে স্বাচিপের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো. কামরুল হাসান ফরিদপুর ও শরীয়তপুর স্বাচিপের আংশিক কমিটি হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তবে প্রার্থী বেশি হওয়ায় রাজবাড়ী স্বাচিপের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ফরিদপুর জেলা স্বাচিপের নতুন সভাপতি হয়েছেন আ স ম জাহাঙ্গীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণপতি বিশ্বাস। শরীয়তপুর স্বাচিপের সভাপতি হয়েছেন মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মোস্তফা।

সম্মেলন শেষে স্বাচিপের কেন্দ্রীয় মহাসচিব কামরুল হাসান ফরিদপুর ও শরীয়তপুর স্বাচিপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন
ছবি: প্রথম আলো

সম্মেলনে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, স্বাচিপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. কামরুল হাসান, রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক পারিজাত পাল, সদস্যসচিব কমল কুমার দাস, শরীয়তপুর জেলা শাখার সভাপতি ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান বলেন, ফরিদপুরে অনেক হাসপাতাল আছে কিন্তু চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। মন্ত্রী চিকিৎসকদের ঠিকমতো দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে টেকনিশিয়ানের অভাবে অনেক দামি দামি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন, যাতে টেকনিশিয়ান দেওয়া হয়।

মন্ত্রী আবদুর রহমান আরও বলেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করার চেষ্টা করা হবে। এ ছাড়া ফরিদপুরে মুজিব বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে তাঁর চেষ্টা অব্যাহত রয়েছে।