কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পুলিশ ফাঁড়ির পাশে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তাজবির হোসেন ওরফে শিহান (২৫)। তিনি মৌচাক জামতলা এলাকার বাসিন্দা এবং রাজধানীর উত্তরায় একটি কলসেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, উত্তরায় কাজে যাওয়ার জন্য ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তাজবির। পথে পাঁচ-ছয়জন যুবক তাঁকে ধাওয়া দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির কাছে হানিফ স্পিনিং কারখানার সামনে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজবিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও হানিফ স্পিনিং কারখানা নিরাপত্তাকর্মী আবদুর রাজ্জাক বলেন, পাঁচজন যুবক ধারালো অস্ত্র নিয়ে মৌচাক মাজার রোডের মাথা থেকে তাজবিরকে ধাওয়া দিয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে হানিফ স্পিনিংয়ের গেটের সামনে পর্যন্ত নিয়ে যান। সেখানে তাঁকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পূর্বশত্রুতার জেরে তাজবিরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তারা ছিনতাইকারী কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।