নাটোরে যুবলীগ কর্মীর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় আহত রুহুল আমিনছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় যুবলীগ কর্মী রুহুল আমিন ওরফে রুবেলের (৩৫) হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে যুবলীগ কর্মী রুহুল আমিনের দাবি, বিএনপির কর্মীরা তাঁর হাত-পা ভেঙে দিয়েছেন।

রুহুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে সোচ্চার থাকার অভিযোগ রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা রুহুল আমিন আজ বৃহস্পতিবার দুপুরে জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলযোগে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাচুরিয়া মোড় থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের সামনে রাস্তার ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাতনামা কয়েকজন। এতে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তার পাশে খাদে পড়ে যান। এ সময় পাশ থেকে বিএনপির কর্মী হায়দারের নেতৃত্বে শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ, দুলু, সরমানসহ ২৫–৩০ জন তাঁকে ঘিরে ধরে রড দিয়ে উপর্যুপরি পেটাতে শুরু করেন। এ সময় ছুরির মাথা দিয়ে তাঁর বাঁ পায়ে খোঁচানো হয়। একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করলে তা হেলেমেটের কারণে ছিটকে দূরে পড়ে যায়। তিনি দৌড়ে পাশের একটি ডোবায় লাফ দিলে টর্চ জ্বালিয়ে বিএনপির কর্মীরা ইটের টুকরা ও গাছের ডাল ছুড়ে মারেন। ডোবা থেকে তুলে আবারও তাঁকে পেটানো হয়। অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ফেলে চলে যান তাঁরা। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রুহুল আমিন বলেন, ‘গত ৭ জানুয়ারি নির্বাচনে এ আসনে (নাটোর-১) নৌকা পরাজিত হলে বিএনপির এই কর্মীরাই তাঁর বাড়িতে তিনবার হামলা করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও হামলা করেন তাঁরা। সেদিন থেকে দিনে বাড়িতে থাকতে পারতাম না। কিছুদিন আগে থেকে রাতে বাড়িতে ফিরতাম, ভোরে চলে যেতাম। টের পেয়ে বিএনপির লোকজন এ হামলা করলেন।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুর রাকি বলেন, রুহুল আমিনের বাঁ পায়ের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত রয়েছে। মারধরে ওই পা ও বাঁ হাতের দুটো হাড় ভেঙে গেছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, রুহুল আমিন দলের একজন সক্রিয় কর্মী। তিনি ফেসবুকে বর্তমান সরকারের সমালোচনা করায় বিএনপির কর্মীরা তাঁর ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাই।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’