আড়াইহাজার উপজেলায় নির্বাচন
সংসদ সদস্য নজরুলের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও হুমকি দেওয়ার অভিযোগ ইসিতে
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত দিয়েছেন আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (ইসি) বরাবর শাহজালাল মিয়া এ অভিযোগ করেন। অভিযোগে নজরুলের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সায়মা আফরোজের নিয়ন্ত্রণে থাকা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কাউকে নির্বাচন পরিচালনায় যুক্ত না করার আবেদন করা হয়।
শাহজালাল মিয়া আড়াইহাজার উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এবারের নির্বাচনে তিনি দোয়াত কলম প্রতীকে লড়ছেন। একই পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক) নির্বাচন করছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুজনই জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
শাহজালাল মিয়ার অভিযোগে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এখন তিনি জনসাধারণকে হুকুম দিচ্ছেন, তাঁর প্রার্থী সাইফুল ইসলামকে যেকোনো মূল্যে পাস করাতে হবে।
শাহজালাল বলেন, ‘হুইপ বাবু “ক্ষমতা, অর্থকড়িসহ, সব প্রশাসন আমি দেখব” বলে তাঁর ক্ষমতার ব্যবহার করে প্রকাশ্যে তাঁর পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। আমার কর্মী-সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হচ্ছে। হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও আমার কর্মী-সমর্থক ও সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধার সৃষ্টি হচ্ছে।’
আবেদনে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী হুইপ নজরুল ইসলাম ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংসদ সদস্য বা তাঁর স্ত্রী সভাপতি, এমন ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচন পরিচালনায় যুক্ত না করার দাবি জানান শাহজালাল মিয়া।
এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
দ্বিতীয় ধাপে ২১ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোট গ্রহণ হবে। তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।
চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বলেন, ‘আড়াইহাজার উপজেলার দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানতে পেরেছি। এ ক্ষেত্রে ব্যবস্থা নেবে কমিশন। তবে নির্বাচনী আচরণবিধি যেন কেউ লঙ্ঘন না করেন, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’