ফেসবুকে জুতা বিক্রির পোস্ট, সিলেটে যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুতা বিক্রির পোস্ট দেওয়া এক যুবককে আটক করেছে পুলিশ। ফেসবুকে বিক্রির জন্য পোস্ট করা জুতাগুলো লুট করা জুতা কি না, সেটি যাচাই–বাছাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে গতকাল সোমবার সিলেটে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল ও সমাবেশে অংশ নেওয়া একদল লোক সিলেটের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। ভাঙচুর ও লুটপাটকারীদের শনাক্ত করে সিলেট মহানগর পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৪ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ফেসবুকে জুতা বিক্রির জন্য পোস্ট করা ওই যুবকও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম। প্রথম আলোকে তিনি বলেন, ওই যুবককে সিলেট মহানগর এলাকা থেকে আটক করা হয়েছে। বিক্রির জন্য পোস্ট করা জুতাগুলো লুট করা কি না, সেটি এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ জন্য তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পর্যালোচনা করে ওই যুবককে আটক করা হয়েছে। পুলিশ লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে। বিভিন্ন ছবি ও ভিডিও দেখে লুটপাট এবং ভাঙচুরের ঘটনায় সম্পৃক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।