প্রথম ঘণ্টায় চারটি কেন্দ্রের একেকটিতে ১০টির বেশি ভোট পড়েনি

শীতের সকালে ভোটার উপস্থিতি কম। তাই বেঞ্চে বসে রোদ পোহাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকালে রংপুর নগরের মরিয়ম নেছা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রেছবি: মঈনুল ইসলাম

রংপুর-৩ (সদর-সিটির আংশিক) আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে ফাঁকা দেখা গেছে। শীতের সকালে লোকজনকে ভোটকেন্দ্রের বাইরে রোদ পোহাতে ও খোশগল্প করতে দেখা যায়। ভোটারদের ছোটাছুটি নেই। এজেন্ট কিংবা প্রার্থীর সমর্থকদেরও ব্যস্ততা লক্ষ করা যায়নি। এমন পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রথম ঘণ্টায় চারটি ভোটকেন্দ্রের একেকটিতে ১০টির বেশি ভোট পড়েনি। তবে অপর একটি কেন্দ্রে ভোট পড়েছে ১৯টি।

আজ সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এক ঘণ্টায় রংপুর-৩ আসনের আটটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোর সামনে প্রার্থীর সমর্থকদের ভিড় নেই। বাইরে সড়কের ওপর দড়ির মধ্যে টাঙানো লাঙ্গল প্রতীকের জি এম কাদেরের নির্বাচনী পোস্টার। স্বতন্ত্র প্রার্থী হিজড়া আনোয়ারা ইসলাম রানী ও জাসদের সহিদুল ইসলামের পোস্টারও চোখে পড়ে। প্রার্থীর সমর্থকদের নেই হাঁকডাক। বুকে ব্যাজ পরে প্রার্থীর সমর্থকদেরও ঘোরাঘুরি করতেও দেখা যায়নি।

কেরামতিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, ভোটারের আনাগোনা নেই। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আমিনুল হক বলেন, এ কেন্দ্রে পুরুষ ও নারী ভোটার মিলে ৩ হাজার ৯৯৪ জন ভোটার আছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টা পর সকাল নয়টায় সেখানে ভোট পড়েছে ১৯টি।

মুন্সিপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরিবিলি পরিবেশে এক-দুজন করে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসতে দেখা গেছে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সমরেশ কৃষ্ণ রায় বলেন, এই পুরুষ ভোটকেন্দ্রের ১ হাজার ৮৯৫ জনের মধ্যে সকাল নয়টায় মধ্যে ভোট পড়েছে ৮টি।

মুন্সিপাড়া মরিয়ম নেছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার চন্দ্র বলেন, তাঁর কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ৪৭ জন। সকাল নয়টায় মধ্যে ভোট পেড়েছে ৮টি।

কেরানীপাড়া আর্কেডিয়া ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এ কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৫৯৩ জন। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭টি।

লালকুঠি বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় কেন্দ্রেও একই রকম পরিস্থিতি লক্ষ করা যায়। এখানে পুরুষ ভোটার ১ হাজার ৪৬৮ জনের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০টি। বর্ডার গার্ড স্কুল কেন্দ্রে তেমন ভোটার দেখা যায়নি।

রংপুর-৩ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলটির প্রার্থী জি এম কাদের (লাঙ্গল প্রতীক), জাসদের প্রার্থী সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী একরামুল হক, স্বতন্ত্র প্রার্থী হিজড়া আনোয়ারা ইসলাম।