নিখোঁজের পাঁচ দিন পর চিত্রা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধার নাম ফুলমতি বেগম (৭০)। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন। গত ২৭ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফেরেননি।

পুলিশ জানায়, উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট এলাকায় চিত্রা নদীতে এক বৃদ্ধার মরদেহ ভাসছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন এলাকাবাসী নদীতে মরদেহটি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঘারপাড়া থানা ও খাজুরা পুলিশ ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থল যায়। দুপুর ১২টার দিকে পুলিশ নদী থেকে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে নিহত বৃদ্ধার বড় মেয়ে রেক্সোনা খাতুন ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর মা ফুলমতি বেগমের বলে শনাক্ত করেন।

রেক্সোনা খাতুন জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২৭ নভেম্বর দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার তাঁর মা নিখোঁজ হয়েছিলেন। চার মাস আগে তিনি একবার নিখোঁজ হয়েছিলেন। পরে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফুলমতি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর মরদেহটি পচে-গলে গেছে। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।