সিলেটে আওয়ামী লীগের ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা

মামলাপ্রতীকী ছবি

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করার অভিযোগে আওয়ামী লীগের ১২০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন নগরের ইসলামাবাদ এলাকার বাসিন্দা জাকির আহমদ (৪০)।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. সজিবুল ইসলাম।

বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানসহ ১২০ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১১০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে নগরের জিতু মিয়া পয়েন্টে আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান। আসামিদের হাতে আগ্নেয়াস্ত্র, পাইপগান, কাটা রাইফেলসহ দেশি অস্ত্র ছিল। এ সময় তাঁদের অনেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। অনেকের মতো বাদী নিজেও গুলিবদ্ধ হন। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।