তিতাস কমিউটার ট্রেনে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু

ট্রেন
ফাইল ছবি

ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ‘ক’ বগিতে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় অন্য সহযাত্রীরা তাঁকে ট্রেন থেকে নামিয়ে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। বুধবার বেলা তিনটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির সময় এ ঘটনা ঘটে।

ওই যাত্রীর নাম হীরেন্দ্র নাথ বড়াল (৫৫)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়সিংড়া এলাকার বীরেন্দ্র নাথ বড়ালের ছেলে। কয়েক দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার এক স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

ওই বগিতে অবস্থান করা কয়েকজন যাত্রী ও রেলওয়ে পুলিশ জানায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে রাজধানী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ট্রেনে ওঠেন হীরেন্দ্র নাথ বড়াল। নরসিংদী রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হঠাৎ অসুস্থ বোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নড়াচড়া বন্ধ করে দেন। এ সময় ট্রেনটি নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি দিলে সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে নামিয়ে আনেন। পরে রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাঁকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, ট্রেনযাত্রী হীরেন্দ্র নাথ বড়ালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। খুব সম্ভবত তাঁর স্ট্রোক হয়েছিল। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে। এরই মধ্যে তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিবুর রহমান জানান, তিতাস ট্রেনের ‘ক’ বগির যাত্রীরা তাঁদের কাছে ওই ব্যক্তির লাশ তুলে দিয়েছেন। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন নম্বরে ফোন দিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত ব্যক্তির স্বজনেরা ফাঁড়িতে আসার পর আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।