পটুয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিক্ষোভ করল ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল
পটুয়াখালী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। আজ শনিবার ভোরে পটুয়াখালী শহরের গোডাউন সড়ক এলাকা থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল করেন তাঁরা।
ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাঁরা ‘ছাত্রলীগের ক্যাডারদের’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করে পটুয়াখালী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
স্থানীয় রাজনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে শহরের গোডাউন সড়ক এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপত্রাণবিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত খান।
ঝটিকা মিছিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একত্র হয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী সদর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তাহের, সদস্যসচিব আরিফুর রহমান, সহসভাপতি জাহিদ, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিব সানি, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেল্লাল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাইউম সিকদার প্রমুখ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, শনিবার ভোরে পটুয়াখালী শহরে ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল করেছে। এ বিষয়ে অবগত আছেন তিনি। এ ঘটনায় খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।