ময়মনসিংহে ট্রাকচাপায় দুই বোনসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার বেলা ১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জ বাজারের পাশে গজহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। নিহত ব্যক্তিরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৌলাম গ্রামের সিএনজিচালক মো. মোস্তাকিম মিয়া (৩০), নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের ছিদ্দিকুর রহমান আওলাদের মেয়ে সাকি আক্তার (১৭) ও লাকি আক্তার (৩০)। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহত লাকি আক্তারের মেয়ে হুমায়রা আক্তার।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতাল থেকে লাকি আক্তারের চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। কাশিগঞ্জ বাজার এলাকায় ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোস্তাকিম ও সাকি আক্তার নিহত হন। আহত অবস্থায় লাকি ও তাঁর মেয়ে হুমায়রাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অটোরিকশা ও ট্রাকটি শ্যামগঞ্জ হাইওয়ে থানা–পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।