রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাশিবির
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে পালিয়ে আসা স্থানীয় শতাধিক লোকজনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। আজ রোববার সকাল ১০টা থেকে রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয়। বান্দরবান সেনা জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকালে শুরু হওয়া এই চিকিৎসাশিবিরের কাজের নির্দেশনায় ছিলেন বান্দরবান সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান। সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. আসাদুল ইসলামের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসাশিবিরে মূলত পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের অত্যাচারে উপজেলা সদরে পালিয়ে আসা খিয়াং, বম জনসাধারণ ও দুর্গম এলাকায় দীর্ঘকালীন রোগাক্রান্ত নারী-পুরুষ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই চোখের সমস্যা, জটিল নাক-কান-গলা ও নারী-শিশু রোগের রোগী। দীর্ঘকালীন জটিল চক্ষুরোগীদের রোগ নির্ণয় করে তালিকা করা হয়। পরে তাঁদের শল্য চিকিৎসা ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগেও বান্দরবান সেনা জোনের আওতাধীন রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলার দুর্গমে থাকা দরিদ্র লোকজনের জন্য বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়েছিল বলে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, গত ১২ মার্চ বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে গেলে কেএনএফ ভয়ভীতি প্রদর্শন করে। পাড়াবাসীকে পাড়া ত্যাগ করতে বাধ্য করে। সেনা টহল দলের ওপর হামলা চালালে একজন সেনাসদস্য নিহত হন। শান্তি, সম্প্রীতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ রকম জনহিতকর কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।