ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কালিয়াকৈরের চন্দ্রায় বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ আছে।
শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হতে থাকেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি ‘শোকমিছিল’ পালন করতে চন্দ্রা এলাকায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেন। সংঘাত এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে চন্দ্রা যাত্রীছাউনির সামনে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময়ে তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে চন্দ্রা এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থীদের একটি মিছিল পৌঁছালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ সময়ে আন্দোলনকারীরা ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। এরপর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একটি দল আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা সেখান থেকে সরে যান।
কয়েকজন শিক্ষার্থী বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন কর্মসূচি চলবে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির বলেন, আজ সকালে চন্দ্রা দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে নেতা-কর্মীদের বৈঠক হওয়ার কথা ছিল। এ ছাড়া আওয়ামী লীগের শোকমিছিল হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয়ভাবে শোকমিছিল বাতিল করা হয়। এ ছাড়া মন্ত্রীও ঢাকায় ব্যস্ত থাকায় তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাই সব কর্মসূচি বাতিল করা হয়। অনেকেই না জানায় চন্দ্রা দলীয় কার্যালয়ে চলে গিয়েছিলেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা সর্বোচ্চ ধৈর্য্যশীলতার সঙ্গে অবস্থান করছি। জানমালের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে নজর রাখছি। সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। শিক্ষার্থীরা মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।’
মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। আজ বেলা সাড়ে ১১টার পর মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে তাঁরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে অদূরে পুলিশ অবস্থান করলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি।
এর আগে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের বটতলা এলাকায় জড়ো হতে থাকেন। সেখান থেকে তাঁরা বিক্ষোভসহ মহাসড়কে অবস্থান নেন। তাঁদের সঙ্গে কয়েকজন অভিভাবকও অংশ নেন। মহাসড়কে অবস্থানকালে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। স্লোগানে তাঁরা ছাত্র হত্যার বিচার দাবি করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধঘণ্টারও বেশি সময় পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।