বগুড়ায় সড়কে বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
বগুড়ার আদমদীঘিতে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের মুরইল বাজারের সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন ঢাকার কামরাঙ্গীচরের ট্রাকচালক বাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র আমজাদ হোসেনের ছেলে রাফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক হোসেন (৪৫)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাক বিকল ছিল। চালক সেটিকে সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন। এ সময় বগুড়ার দিক থেকে আসা একটি মিনিট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।